মোঃজিলহাজ বাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ই আগাস্ট সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দুই সহস্রাধিক কোরআন খতম আয়োজন করেন জেলা প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের সপ্তাহে ব্যাপী কোরআন খতমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ একেএম গালিভ খাঁন। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাই মহিষপুর জামে মসজিদের ইমাম আব্দুল্লাহীদ হামিদ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, পৌর মেয়র মোখলেসুর রহমান, সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, পৌরযুবলীগ এর সভাপতি রাকিবুল হাসান বিরু,জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, পৌরযুবলীগ এর সদস্য জিলহাজ, অতিরিক্তি পুলিশ সুপার ফজলে-ই-খুদা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানসহ সরকারী বেসকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
জেলা প্রাশাসক এ কে এম গাভিল খান জানান, ১৫ই আগাস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী দুই সহস্রাধিক কোরআন খতমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোরআন খতমের গ্রহণ করেন জেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রসার মুহাদ্দিস ও ছাত্ররা।