জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভূক্ত কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ (রবিবার) প্রথম দিনে ‘সি’ ইউনিটের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।
বেলা ৪টা ১৫মিনিটে ‘সি’ ইউনিটের পরীক্ষা শেষে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৪ টি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ১ম শিফটের পরীক্ষা শুরু হয়। চলতি বছর ‘সি’ ইউনিটের মোট আসন সংখ্যা ছিল ৪৬৬টি এবং আবেদনকারীর সংখ্যা ছিল ৫৩ হাজার ৪৩০ জন। সে হিসেবে প্রতি আসন বিপরীতে লড়েছে প্রায় ১১৫ জন ভর্তিচ্ছু।
প্রথম দিন ভর্তি পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু-স্বাভাবিকভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমি বিভিন্ন অনুষদের ডিন মহোদয়দের থেকে খোঁজ নিয়ে জেনেছি, সকল কেন্দ্রে নিয়মমাফিক পরীক্ষা পরিচালিত হয়েছে। কোন ধরণের অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রক্টরিয়াল বডি তৎপর রয়েছে।’
শিফট পদ্ধতিতে বৈষম্যের প্রশ্নে তিনি বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এবার ইউনিট সংখ্যা ১০ থেকে কমিয়ে ৫ ইউনিটে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে শিফট পদ্ধতি এভাবে আস্তে আস্তে আমরা আয়ত্বের মধ্যে নিয়ে আসবো।
পরীক্ষার্থীদের উপস্থিতির হার সম্পর্কে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘প্রথম শিফটে উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। পরবর্তী শিফটগুলোতে উপস্থিতি কিছুটা কম ছিল। সে হিসেবে গড়ে উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।’
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আজকে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি,কোন প্রক্সিচক্র বা জালিয়াত চক্রের সন্ধ্যান ও পাওয়া যায়নি।’
উল্লেখ্য, আগামীকাল সোমবার মোট ৫টি শিফটে ‘বি’ ইউনিটভূক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট juniv-admission.org এ পাওয়া যাবে।-