হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
নির্যাতন, নীড়ন করবো শেষ, শিশুর হাসিতে ভরবো দেশ,খেলাঘরের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ, খেলাঘর চায়না শিশুদের কান্না এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের ঐতিহ্য বাহী প্রাচীন তম সাংস্কৃতিক সংগঠন মনি মেলা খেলাঘর আসর জামালপুরের ৫০ বছর পূর্তি ও দ্বি-বার্ষিক সম্মেলন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শুক্রবার সারাদিন ব্যাপি স্থানীয় দয়াময়ীমোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি গুলোর মধ্যে সকালে উদ্বোধনী অনুষ্ঠান, পরে ঐখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ঐখানে গিয়ে শেষ হয়, দুপুরে সংগঠনের দ্বি- বার্ষিক সম্মেলনের কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি ঘোষণা করেন ও নবগঠিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান উত্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ও মনি মেলা খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেন মনি মেলা খেলাঘর আসর জামালপুর।
জামালপুর মনি মেলা খেলাঘর আসরের সভাপতি সিদ্ধান্ত শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আলম সেলিমের সঞ্চালনায় ৫০ বছর পূর্তি ও দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, উদ্বোধক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ড. সিদ্ধান্ত শংকর তালুকদার, বিশেষ অতিথি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক – বর্তমান কমিটির সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু বিজন কুমার চন্দ্র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও মনি মেলা খেলাঘর আসরের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান,মনি মেলা খেলাঘর আসরের উপদেষ্টা আলহাজ্ব এ.কে.এম জহুরুল ইসলাম মুনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের চারুকলা বিভাগের অধ্যাপক ড. জাহিদ হোসেন ববি,অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার, চেম্বার অব কমার্স এ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজাউল করিম রেজনু, মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর জেলা শাখার ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, মনি মেলা খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য অপু দত্ত, জামালপুর মনি মেলা খেলাঘর আসরের উপদেষ্টা জয়ন্ত ঘোষ রিপন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহা প্রমুখ।
এসময় মনি মেলা খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটি,রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মনি মেলা খেলাঘর আসরের শিক্ষার্থী – অভিভাবকরা উপস্থিত ছিলেন।