সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধু হত্যা হয়েছিল জিয়ার চক্রান্তে। ১৯৭৫সাল ও ২০২২সাল এক নয়। বঙ্গবন্ধুর ন্যায় নেত্রী বা দলের প্রতি নতুন করে কোন আঘাত আসলে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের মূল উৎপাঠন করতে পিছ পা হবে না। আর এরকম ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের সেই দিবা-স্বপ্ন সফল হবে না হতে দিবনা।
তিনি শুক্রবার বিকালে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেরানীহাটস্থ সী ওয়ার্ল্ড রিসোর্ট কমপ্লেক্স মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন
আলোচনা সভার প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমদ এম.পি বলেন- জঙ্গীবাদের উত্থান আমরা এদেশে হতে দিব না। ষড়যন্ত্রকারীরা বসে নেই, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। চক্রান্তের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর খেলায় মেতে উঠেছে বিএনপি-জামাত শিবির চক্র। তাদের রাজপথে প্রতিহত করতে হবে।
সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিছ, সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, যুবলীগ নেতা নাছির উদ্দীন মিন্টু ও চেয়ারম্যান ওচমান আলী। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সভায়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এডঃ মির্জা কচির উদ্দিন, আবু সাঈদ, গোলাম ফারুক ডলার,মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের,ফয়েজ আহমদ লিটন, জাফর আলম, মোহাম্মদ জসিম উদ্দিন,সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
আলোচনা সভা শেষে রাতে আয়োজন করা হয় কাঙ্গালি ভোজের