শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় ডামুড্যা উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও গোসাইরহাট সার্কেল আবু সাইদ ,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা উপজেলা ইঞ্জিনিয়ার নাবিল, ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ডামুড্যা উপজেলার সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, ডামুড্যা উপজেলার কৃষি অফিসার শেখ আজিজুর রহমান,আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গিয়াসউদ্দিন, ডামুড্যা প্রাথমিক সহকারী শিক্ষা অফসার নজরুল ইসলাম ও ফারুক আহমেদ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাংবাদিকবৃন্দ।
বর্ষ বরণের গানের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয় এবং চিরায়ত বাংলার বিভিন্ন শিল্পিবৃন্দ বাঙ্গালি সংস্কৃতির গান পরিবেশন করেন।