তালায় ৩৫০ হাত ব্রাজিল পতাকা নিয়ে আনন্দ উল্লাস
জহর হাসান সাগর
সাতক্ষীরার তালার বুকে ৩৫০ হাত ব্রাজিলিয়ান পতাকা নিয়ে শোডাউন করেছেন ভক্ত-সমর্থকরা।শুক্রবার(১৮ ই নভেম্বর) সকাল ১০ টায় ব্রাজিল ফ্যান ক্লাব তালার আয়োজনে তালা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণ হতে একটি শোডাউন বের করা হয়।
শোডাউনটিতে শতশত ভক্ত-সমর্থকদের অংশগ্রহনে ৩৫০ হাত ব্রাজিলিয়ান পতাকা নিয়ে তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বল ফিল্ড মাঠে শেষ হয়।
ব্রাজিল পতাকা নিয়ে শোডাউন করার বিষয়ে সমার্থক মহিব ইসলাম, মো: রাজিবুল ইসলাম,সৈকত ,সুমন বাপ্পী ও এসএম হাসান আলী বাচ্চু বলেন, কাতার ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করা হয়েছে। তার পাশাপাশি এলাকার যুবকদের মাদক থেকে সরিয়ে আনতে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টার প্রয়াস করা হয়েছে। আমরা ব্রাজিল সমার্থক, এবার বিশ^কাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল দল ।ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলকে সমর্থন করি। আমার বিশ্বাস এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।
৩৫০ হাত ব্রাজিলিয়ান পতাকা দেখতে আসা পার্থ প্রতিম মন্ডল ও বিএম বাবলুর রহমান বলেন, এরই মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে ব্রাজিলের পতাকা তৈরি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলা ৩৫০ হাত ব্রাজিল পতাকা তৈরী হয়েছে। সকলের দৃষ্টি কাড়ায় দেখতে এসেছি।
উল্লেখ্য,সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতি ইউনিয়নের সাতপোতা বাজারে ১১০ হাত ব্রাজিল পতাকা টাঙানো হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে।