জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া ইউনিয়নের বিএনপির সাবেক চেয়ারম্যান মোতালেব এর নেতৃত্বে জমি দখল ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর স্ত্রী এই অভিযোগটি ভিডি বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে । ভুক্তভোগী মোঃ বাছির পিতা: মজিবর রহমান, সাং:- তারাটিয়া, থানা:দেওয়ানগঞ্জ, জেলা:জামালপুর। অনুসন্ধানে পাওয়া যায় ভুক্তভোগী ও তার স্ত্রী আওয়ামী লীগ কর্মী থাকা সত্বেও তার ক্রয় করা জমি দখল এবং তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা করেছে । ভুক্তভোগী তার ভিডিও বার্তায় ঘটনার বর্ণনা দিতে যে বলেন , ২০২০ সালে মোতালেব তার জমির নকল দলিল করেন । এর পরিপ্রেক্ষিতে আমি আদালতে মামলা করি ২০২২ সালে আমাট পক্ষে রায় দেয় আদালত । এবং আদালতের নির্দেশে আমার জমি মেপে লাল নিশানা দিয়ে যায়। আদালতের রায়কে অমান্য করে বিএনপির সাবেক চেয়ারম্যান তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাচাতো ভাই জুয়েল আমাকে ডেকে বাসায় নেন এবং তিনি তিন লাখ টাকা চাঁদা দাবি করেন ঝামেলা মিটমাট করার জন্য । আমি ভয়ে জুয়েলকে ৫০ হাজার টাকা দেয় ঘটনাটি মিটমাট করার জন্য । পরিপ্রেক্ষিতে জুয়েল জামেলা মিটমাট করে দেওয়ার রাজি হয় । ২৪ তারিখ রাতে মোতালেব ও জুয়েলের নেতৃত্বে মাটি কাটার ভেকু ও তার সন্ত্রাস বাহিনী নিয়ে তার জমিতে হামলা চালায় । ঘটনায় বাধা দিলে আমার স্বামীকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পাশের ভুট্টা খেতে ফেলে রেখে যায় এবং পাঁচটির দোকান দুটি টাইলসের দোকান তছনছ করেন । বিশ লক্ষ টাকার মালামাল নিয়ে চলে যায় । পরবর্তীতে কোন আহত স্বামীকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করলে মোতালেব বাহিনী তার চিকিৎসার বাঁধা দেই। ভুক্তভোগী ভয়ে তার স্বামীকে ঢাকা নিয়ে আসে। এই ঘটনার সুষ্ঠু বিচার পাবার জন্য সে মাননীয় প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছে ।