ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভুয়া জ্বালানির খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগর ভবনে দুদকের অভিযান প্রখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ ইউনুস সরকার ৩৩ মার্কস পেয়েও পাশ করতে পারে নাই- রুহিন হোসেন প্রিন্স চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লু বে ভিউ–তে রঙ, সুর আর সৃষ্টিশীলতার এক অনন্য সম্মেলন অনুষ্ঠিত কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান- ডা. জাহিদ কাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ উদযাপন ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ সুজা মিয়া পীরসাহেবের স্মৃতি বিজরীত জনপদ রংপুর-০১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে- অধ্যাপক গোলাম রব্বানী

দেশে গণতন্ত্র নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে : মির্জা ফখরুল

সাংবাদিক

পুরান ঢাকায় মাথা থেঁতলে হত্যাসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারকে আহ্বান জানাব, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীকে বের করে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি ক্ষমা করবে না।”

তিনি বলেন, “এই সরকারের অধীনে দেশে গণতন্ত্র নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। একটি নির্বাচিত শক্তিশালী সরকারই পারে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।”

বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা অন্যায়কে কখনো সমর্থন করিনি। গণতন্ত্রের জন্য সবাইকে অপেক্ষা করতে বলছি। কেউ যেন আইন নিজের হাতে না নেয়। বিএনপি অতীতেও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এবারও করবে।”

তিনি দ্রুত নির্বাচন ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা আন্তরিকভাবে চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। কারণ গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”

ছাত্রদলের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে তিনি বলেন, “তাদের নিয়ে একটি পুস্তক প্রকাশ করা হোক এবং বিএনপি ক্ষমতায় এলে শহীদদের যথাযথ সম্মান ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।”

আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
৫৭১ Time View

দেশে গণতন্ত্র নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে : মির্জা ফখরুল

আপডেটের সময় : ০৪:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

পুরান ঢাকায় মাথা থেঁতলে হত্যাসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারকে আহ্বান জানাব, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীকে বের করে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি ক্ষমা করবে না।”

তিনি বলেন, “এই সরকারের অধীনে দেশে গণতন্ত্র নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। একটি নির্বাচিত শক্তিশালী সরকারই পারে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।”

বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা অন্যায়কে কখনো সমর্থন করিনি। গণতন্ত্রের জন্য সবাইকে অপেক্ষা করতে বলছি। কেউ যেন আইন নিজের হাতে না নেয়। বিএনপি অতীতেও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এবারও করবে।”

তিনি দ্রুত নির্বাচন ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা আন্তরিকভাবে চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। কারণ গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”

ছাত্রদলের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে তিনি বলেন, “তাদের নিয়ে একটি পুস্তক প্রকাশ করা হোক এবং বিএনপি ক্ষমতায় এলে শহীদদের যথাযথ সম্মান ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।”

আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।