মোঃ সুমন রাজস্থলীঃ রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে ১৫ জুন দুপুর ১১ঘটিকার সময় রাজস্থলী সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। যায়যায়দিন পত্রিকার রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান এর উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজস্থলী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড, রুইহলাঅং মারমা,ওসি তদন্ত দেওয়ান সামস উদ্দিন, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার,সাংবাদিক নুসরাত জাহান নিশু,সাংবাদিক মোঃ হাবীবুল্লাহ মিসবাহ,সাংবাদিক মোঃ সুমন, মিন্টু কান্তি নাথ সহ রাজনৈতিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বহুল প্রচারিত যায়যায়দিন পত্রিকাটি নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে আসায় সর্বমহলে এ পত্রিকাটির গ্রহণযোগ্যতা বেড়েছে। পত্রিকাটিতে সমাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ সাহসিকতার সাথে প্রচার করায় আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সেইসাথে পত্রিকাটি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো ভালো ভুমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন সত্যের সন্ধানে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে যাক দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা একটি ভালো রিপোর্ট এবং সঠিক তথ্য মাধ্যমে জায়গা করে নিবে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের অন্তঃস্থলে এই আশা করি।