ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দেশসেরা ক্রিকেটার এবং জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন তিনি।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে নতুন ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।
এদিন সন্ধ্যায় বিজয় দিবসের অনুষ্ঠানে শেখ জামাল ক্লাবে উপস্থিত হয়ে ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন করেছেন সাকিব। সে সময় নিজেই জানান নতুন চুক্তির কথা।
সবশেষ ডিপিএলের তিনটি মৌসুমে মোহামেডানের হয়ে খেলেছেন সাকিব। এর মধ্যে ২০২১-২২ মৌসুমে মোহামেডান সুপার সিক্সে না উঠাতে লিজেন্ড অব রূপগঞ্জের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। পরের মৌসুমে মোহামেডানের হয়ে ৪ ম্যাচ খেলেছিলেন এ অলরাউন্ডার।
বাংলাদেশ অধিনায়কও খুশি শেখ জামাল পরিবারের সদস্য হয়ে। সাকিব জানান, শেখ জামাল ফুটবল-ক্রিকেট আপনারা যা দেখলেন (ভিডিও) খুবই ভালো করছে। শুধু সাম্প্রতিক সময়ে না, শেষ ১০/১২ বছর ধরে। এর পেছনে অসাধারণ কৃতিত্ব রয়েছে আমাদের মনজুর ভাইয়ের, সাফওয়ান ভাইয়ের। যাদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকে এই অবস্থানে। খুবই খুশি এই দলের অংশ হতে পেরে। আশাকরি শেখ জামালের হয়ে আগামী দুই বছর আমরা যেনো চ্যাম্পিয়ন হতে পারি।