শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বুধবার(২৭ জুলাই) সকাল ১০টায় জাতীয় সঙ্গীত বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা সেচ্ছাসেবকলীগের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে নবীনগর উপজেলা সদর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
পরে, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সালাহ উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব রঞ্জন সাহার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নবীনগর পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস।
সভা শুরুর পূর্বে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহের শান্তি কামনায় ও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা নূরুননাহার বেগম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন পান্না, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সাইদ প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীবৃন্দ ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কেটে আনন্দ-উল্লাস করেন।