মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনে বান্দরবানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ১০জানুয়ারী মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যাগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
এসময় আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়াও গরীব-অসহায়দের খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।
দিনব্যাপী কর্মসুচীতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো.আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম,জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুছা কোম্পানি, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মুহাম্মদ কালু,
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জলিল হোসেন,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল কান্তি দাশ প্রকাশ (সোনা রাম),৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন কোম্পানি,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া’সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।