ঢাকা , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি সুজানগরে জাতীয় শীতকালীন স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে বৈধ প্রার্থী ৪০, বাতিল ১৬, জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় ঐক্যজোটের জয়ের সম্ভাবনা উজ্জ্বল দেবিদ্বারে গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম আদায়: দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ফেলানী হত‍্যার ১৫ বছরেও ভারতে ঝুলে আছে মামলা! বিচারের আশায় ফেলানীর পরিবার পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ফরিদপুর সাব- জোনাল অফিসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ডিভোর্সী স্ত্রীকে গাড়িতে তুলে জোরপূর্বক ধর্ষণ, স্পর্শকাতর স্থানে মোমবাতির আগুন AI-হতে পারে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের অন্যতম সহযোগী

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

সাংবাদিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারা।

সোমবার (৫ জানুয়ারি) ইসির সংশ্লিষ্ট শাখায় তিনি এই আপিল আবেদন জমা দেন।

আবেদন জমা দেওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মানুষ চায় আমি নির্বাচনে লড়াই করি। তাই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।’

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে আসব।’

গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সে সময় জারা জানিয়েছিলেন, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি বা দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনে এই আপিল করা যাবে।

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
৫২৯ Time View

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

আপডেটের সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারা।

সোমবার (৫ জানুয়ারি) ইসির সংশ্লিষ্ট শাখায় তিনি এই আপিল আবেদন জমা দেন।

আবেদন জমা দেওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মানুষ চায় আমি নির্বাচনে লড়াই করি। তাই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।’

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে আসব।’

গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সে সময় জারা জানিয়েছিলেন, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি বা দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনে এই আপিল করা যাবে।

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি।