Wednesday , 1 May 2024
শিরোনাম

বন্দর নগরীতে দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে চসিকের জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন

: চলমান অতি বর্ষণে চট্টগ্রাম নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে টাইগারপাসস্থ নগর ভবনের কনফারেন্স রুমে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোন ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নম্বরÑ ০১৭১৭-১১৭৯১৩ এবং ০১৮১৮-৯০৬০৩৮।
কালাম চৌধুরী আরও বলেন, ‘নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধ্বস পরিদর্শনে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, চসিক সচিব খালেদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তারা পাহাড় ধ্বস এলাকায় উদ্ধার কাজে তদারকী করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।’

Check Also

মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি জমে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিমাত্রায় বৃষ্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x