মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানের পিছিয়ে পড়া পাহাড়ি- বাঙালী নারী ও পুরুষদের বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় বান্দরবান জেলার কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে (টিটিসি)তে দক্ষ জনশক্তি প্রস্তুত ও দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে “এতদিন প্রবাসীরা দিয়েছেন, এবার আমরা দিব” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বান্দরবান টিটিসি’তে প্রবাসী কল্যাণ ব্যাংক এর শুভ উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, একই সাথে তিনি ড্রাইভিং কোর্সের ড্রাইভিং সিমুলেটর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে টিটিসি জামে মসজিদের শুভ উদ্বোধন করেন।
১৮জুন শনিবার সকালে বান্দরবান টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি)এর মহাপরিচালক মো: শহিদুল আলম (এনডিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াছির আরাফাত, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি)’র অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, বান্দরবানের প্রথম শ্রেণির ঠিকাদার মো: রফিকুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, অন্যান্য সাংবাদিকগণ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন টিটিসির শিক্ষক মোঃ জসিম উদ্দিন,মো: খলিল, সুমন, তুংকু মনি, মোরশেদ, হাউজ কিপিং হংকং ও জাপান কোর্সের প্রশিক্ষক শারমিন আক্তার, রোকেয়া বেগম, ড্রাইভিং কোর্সের প্রশিক্ষক শুক্রসেন চাকমা, প্রশিক্ষক মোঃ খলিল, প্রশিক্ষক তানবীর আহমেদ,প্রশিক্ষক উথাই মং মারমা,আনন্দ তংচঙ্গা প্রমুখ।
বক্তব্যে অতিথিরা বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি-বাঙালী নারী ও পুরুষদের বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন বান্দরবান কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)তে প্রবাসী কল্যাণ ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়। আপনি একজন দক্ষ কর্মী হিসেবে বিদেশ যথাক্রমে সৌদিআরব,দুবাই, জর্দান, জাপান, হংকং এ গেলে আপনার বেতন ভাতা’সহ অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে এর কার্যক্রম আরো বৃদ্ধি পেয়েছে, আগামীতে আরো বেশী দক্ষ কর্মী বিদেশ গিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে এই প্রত্যাশা করেন বক্তারা।