Saturday , 4 May 2024
শিরোনাম

বান্দরবানে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ৪ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বর্ধিত করা হয়েছে। নিরাপত্তার কারণে ২৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞ বাড়িয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এ সময়ে এ দুটি উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবে না। তবে জেলার অন্যান্য এলাকাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকায় সেখানে পর্যটকরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন। রবিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের প্রেক্ষিতে ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ নিয়ে ৮ম বারের মত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞ বর্ধিত করা হয়েছে বান্দরবানে। গত ১৭ অক্টোবর থেকে বান্দরবানে দেশি-বিদেশে পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা শুরু হয়। প্রথমদিকে বান্দরবানের চারটি উপজেলায় এই নিষেধাজ্ঞা দেয়া হলেও পরবর্তীতে শুধু রুমা ও রোয়াংছড়ি উপজেলাকে রেখে বাকিগুলো বাদ দেওয়া হয়।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x