মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: “সৌর বিদ্যুতের সম্ভাবনা” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বান্দরবানে উপজেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫ও৬ ডিসেম্বর সোম ও মঙ্গলবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। “সৌর বিদ্যুতের সম্ভাবনা” এই প্রতিপাদ্যের আলোকে গুরুত্বপূর্ণ তথ্য বহুল আলোচনা উপস্থাপন করেন বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মীর্জা মোঃ জহির,বান্দরবান রেইচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মারমা। বিচারক প্যানেলের পক্ষে দায়িত্ব পালন করেন চেমি ডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতষময় বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সম্পা সেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলমগীর নবী।
প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ (প্রজেক্ট) প্রথম স্থান অধিকার করেন বান্দরবান সরকারি কলেজ,২য় স্থান বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,৩য় স্থান বান্দরবান কালেক্টরে স্কুল এন্ড কলেজ। গ্রুপ জুনিয়র (প্রজেক্ট) ১ম স্থান বান্দরবান কালেক্টরে স্কুল এন্ড কলেজ,২য় স্থান অধিকার করেন বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,৩য় বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিশেষ গ্রুপ ১ম স্থান অধিকার করে ফুলকুড়ি। প্রতিযোগিতায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে,বিজয়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় এবং বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষক তায় ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।