Wednesday , 1 May 2024
শিরোনাম

বিদায় কিংবদন্তি, বিদায় শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ায় কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর বয়সী সাবেক এই কৃতি ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে তিনি মারা গেছেন।

শুক্রবার (৪ মার্চ) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানি স্থানীয় সময় শনিবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসাকর্মীদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার পরিবার এই সময়ে গোপনীয়তার অনুরোধ করেছে এবং যথাসময়ে আরও বিস্তারিত জানানো হবে।

শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি ১৪৫ টেস্টে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।

আন্তর্জাতিক ২৯৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৯৩ উইকেট শিকার করেন শেন ওয়ার্ন।

Check Also

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x