নাটোরের লালপুরে কম্বোডিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে এক লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলতাফ হোসেন (৩৭) ও মুঞ্জর রহমান (৩৬) নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে গত সোমবার রাতে উপজেলার শোভ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী গিয়াস উদ্দিন প্রামাণিকের (৬০) অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা যোগসাজশে কৌশলে অভিযোগকারীর ছেলে মো. কিবরিয়া হোসেনকে (৩০) কম্বোডিয়ায় প্রেরণের প্রলোভন দেখিয়ে এক লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীকালে আসামিদের প্রদত্ত বিদেশগামী ও চাকুরি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগকারী বুঝতে পারেন যে উক্ত কাগজপত্র ভুয়া। পরে তিনি র্যাব-৫ নাটোর ক্যাম্পে অভিযোগ জানালে আসামিদের গ্রেফতার করা হয়।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, প্রতারকরা দীর্ঘদিন বিদেশে ছিলেন। সেই সুবাদে এলাকার বিদেশ গমনে আগ্রহী যুবকদের সরলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।