Tuesday , 7 May 2024
শিরোনাম

রাজস্থলীতে মহান বিজয়দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা।

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি জেলা প্রতিবেদকঃ

রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রস্তুতি সভা শেষ হয়েছে।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, জাতির জনকের স্বপ্নপূরণ ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সিভিল সোসাইটি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মহান ১৬ই ডিসেম্বর ও ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কে, যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে, বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শান্তনু কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,রাজস্থলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) সামশু উদ্দিন,১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, লংবতি ত্রিপুরা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।
সভায় সকলের প্রস্তাব মোতাবেক ১৪ ও ১৬ ডিসেম্বর/২২ দিবসটি পালনের লক্ষ্যে যথাযথ বাস্তবায়ন বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা যায় ।

Check Also

গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে লোডশেডিং না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরেও যাতে লোডশেডিং না হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x