Saturday , 18 May 2024
শিরোনাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। বৃহস্পতিবার তেলের দাম কমেছে প্রায় এক শতাংশ পর্যন্ত।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৮১ দশমিক শূন্য ৬ ডলারের দাঁড়িয়েছে। এর আগের সেশনে এই বেঞ্চমার্কের দাম কমে ৪ শতাংশ।

তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৭৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে বেঞ্চমার্কটির দাম কমে প্রায় পাঁচ শতাংশ।

পেট্রলিয়াম রপ্তানিকারকদের সংস্থা ওপেক প্লাস বুধবার হঠাৎ করেই নির্ধারিত বৈঠকের তারিখ পিছিয়ে দেয়। বৈঠকে তেলের উৎপাদন কমানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তেলের দাম কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তেলের দাম ধরে রাখতে ফের উৎপাদন কমানোর ঘোষণা দিতে পরে সংস্থাটি।

ওপেক প্লাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে সৌদি আরব, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তবে মধ্যপ্রাচ্যর প্রভাবশালী দেশ ইরানও সংস্থাটির সদস্য।

 

 

Check Also

উইঘুর ইস্যুতে চীনের ২৬টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

চীনের ২৬টি টেক্সটাইল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ওয়্যারহাউজ ফ্যাসিলিটি থেকে আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x