Tuesday , 7 May 2024
শিরোনাম

কুষ্টিয়ায় বাসে আগুন: ৩১ জনের নামে মামলা, আটক ২

কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে হানিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় দুই ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে নাশকতার মামলা করেছেন।

জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়।

এর আগে গত বুধবার রাত পৌনে ১২ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর হাইওয়ে থানার সামনে রাখা একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে। বুধবার রাতে বিএনপির ডাকা অবরোধের মধ্যে ওই বাসটিতেই দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

 

Check Also

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x