Tuesday , 21 May 2024
শিরোনাম

বৃষ্টিতে ভিজে কাবা ঘর তাওয়াফ করলেন ওমরাহ পালনকারীরা

ওমরাহ পালনকারী মুসল্লিরা সোমবার (১০ এপ্রিল) ভোরে পবিত্র নগরী মক্কায় বৃষ্টিস্নাত হয়ে কাবা ঘর তাওয়াফ করেছেন। এ সময় মুসল্লিরা আধ্যাত্মিক মুহূর্ত অনুভব করেন বলে প্রতিক্রিয়ায় জানান।

 

মক্কার অফিসিয়াল টুইটার থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে, পবিত্র কাবা ঘরের আঙিনায় মুসল্লি ও ওমরাহ পালনকারীরা তাওয়াফ করছিলেন। এমন সময়ে বৃষ্টির পানিতে ভিজে যায় তাদের পুরো শরীর। তখন অনেককে সিজদা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। অনেকে দুই হাত তুলে দোয়া ও প্রার্থনা শুরু করেন।

এদিকে, নিরাপত্তা ও জরুরি সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ছুটে যান। আবহাওয়া পরিস্থিতির কারণে এ ধরনের ঘটনা ঘটে। এ ধরনের অনুষ্ঠানের জন্য নির্ধারিত ক্ষেত্রের পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

প্রতি বছর রমজান মাসে কয়েক হাজার মুসলমান ওমরাহ পালনের জন্য মক্কায় ছুটে আসেন। এ বছর, পবিত্র রমজান মাস ২৩ মার্চ শুরু হয় এবং ২১ এপ্রিল শেষ হবে।

সূত্র: আল আরাবিয়া নিউজ

Check Also

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ অন্যান্য আরোহীরা মারা গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x