ব্যাটিং বিপর্যয়ে হার, বিফলে হৃদয়ের ঝড়ো ফিফটি
আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে পরাজয়ে সিরিজ শুরু বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৮২ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩৯ রানে হেরে যায় বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়ায় ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দলের নিশ্চিত পরাজয় জেনেও দায়িত্বশীল ব্যাটিং করেছেন তাওহীদ হৃদয়। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
তাওহীদ হৃদয় ৫০ বল মোকাবেলা করে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৩ রান করেন। এছাড়া ১৬ বলে ২০ রান করেন জাকের আলি অনিক। ১৩ বলে ১২ রান করেন পেস বোলার শরিফুল ইসলাম।
অধিনায়ক লিটন কুমার দাস (১), দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (১) ও সাইফ হাসান (৬) দুই অঙ্কের ফিগার রান করতে না পারায়; হৃদয়ের একার লড়াইয়ে হার এড়ানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আইরিশরা। ৪.২ ওভারে দলীয় ৪০ রানে ফেরেন অধিনায়ক পল স্টারলিং। তিনি তানজিম হাসান সাকিবের শিকারে পরিনত হওয়ার আগে ১৮ বলে ২১ রান করেন।
এরপর টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর ২৪ বলে ২১ রানের জুটি গড়েন। দুই ভাইয়ের মধ্যকার এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন টিম ট্যাক্টর।
১৩.৩ ওভারে দলীয় ১০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন লরকান টাকার। তিনি শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৪ বলে ১৮ রান করেন।
দলীয় ১৪৯ রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিনত হন কার্টিস ক্যাম্পার। তিনি ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন।
পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে রীতিমতো তাণ্ডব চালান হ্যারি ট্যাক্টর। তিনি ৪৫ বল মোকাবেলা করে ৫টি দৃষ্টি নন্দন ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন। তার ফিফটির সুবাদে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আয়ারল্যান্ড।
বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪১ রান খরচ করে ২ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ২৩ রানে কোনো সাফল্য পাননি মোস্তাফিজুর রহিমান। ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট নেন মোহাম্মদ রিশাদ। আর ৪ ওভারে ৪২ রানে ১ উইকেট নেন মোহাম্মদ শরিফুল ইসলাম।



























