Monday , 6 May 2024
শিরোনাম

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় মিছিল থেকে নূপুর শর্মার বিচার ও ভারতীয় পণ্য বয়কটের দাবি জানানো হয়।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর কয়েকশ সাধারণ শিক্ষার্থী ঢাকা কলেজের মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে অবস্থান নেয়।

পরে সেখান থেকে মিরপুর রোডে মিছিল শুরু করেন তারা। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি ঘুরে নীলক্ষেতে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুপুর দুইটার দিকে সাধারণ শিক্ষার্থীদের মিছিলের পর স্থানীয় নিউমার্কেটের মসজিদের মুসুল্লিদেরও মিরপুর রোডে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। সেই মিছিল থেকেও ভারতীয় পণ্য বয়কটসহ হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানানো হয়।

মিছিলে ‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’ ‘নূপুর শর্মার বিচার চাই’ সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যেকোনো ধর্মের মনীষী বা নেতাগণ শ্রদ্ধার পাত্র। তাদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রী যে মন্তব্য করেছে এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করছি।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নিউমার্কেট এরোপ্লেন মসজিদের খতিব। তিনি বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। মুসলমানের কাছে প্রিয় নবীর সম্মান নিজের জীবনের চেয়েও মূল্যবান।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পৃথিবীর অনেক মুসলিম দেশ এটার নিন্দা জানিয়েছে। বাংলাদেশ থেকে সরকারিভাবে কোন নিন্দা জানানো হয়নি।

সংসদে যেন তাদের বিরুদ্ধে নিন্দা জানানো হয় সেই দাবি করেন তিনি। এছাড়াও তিনি ভারতীয় পণ্য বয়কটের ও আহ্বান জানান।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x