মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্ট (বিএনএম) এর কমিটি গঠন করা হয়েছে। গতবছর ৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জ জেলা কমিটিকে অনুমোদন দেন। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক হলেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান। আর সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এ খালেক দেওয়ান। এছাড়া বিশিষ্ঠ ব্যক্তিদের নিয়ে ১৫ জন সদস্য করা হয়েছে।
বিএনএম মানিকগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব এ খালেক দেওয়ান বলেন, সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করা। সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। মানিকগঞ্জ তিনটি নির্বাচনী আসনেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির আহবায়ক মোনায়েম খান বলেন, গত পৌর কাউন্সিলরের পর রাজনীতি না করার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে কোন কথা নেই। আমি রাজনীতির মানুষ, রাজনীতি ছাড়া থাকা অসম্ভব। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্ট (বিএনএম) এর মানিকগঞ্জ জেলা কমিটির দ্বায়িত্ব গ্রহণ করেছি। ইতোমধ্যে মানিকগঞ্জ সাতটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। পর্যাক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।