Wednesday , 1 May 2024
শিরোনাম

যুবলীগ কর্মী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রনিকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবলীগ কর্মী শহিদুল আলম হত্যা মামলার আরও এক আসামী রনি মল্লিককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ জুলাই রবিবার দুপুর ১২টায় রাউজান পৌরসদর ফকিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি মল্লিক রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামের প্রয়াত সুখেন্দু বিকাশ মল্লিকের চতুর্থ ছেলে। রাউজান থানা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি গুলি করে মাথার খুলি উড়িয়ে যুবলীগ কর্মী শহিদকে হত্যা করা হয়। ঘটনার প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিন ইমু (৫২) কে চলতি বছরের গত ১১ জানুয়ারী গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর একটি দল। একই মামলায় গত ২৬ জুন র‌্যাবের হাতে গ্রেপ্তার হন অপর আসামী মো. ইউসূফ (৫০)। হত্যা মামলা আসামী রনি মল্লিককে গ্রেপ্তারের পর রবিবার বিকেলে চট্টগ্রাম আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, যুবলীগ কর্মী শহিদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রনি মল্লিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। (রবিবার) ফকিরহাট বাজারে ঘুরাফেরা করার সময় সহকারী উপ-পরিদর্শক সুজন পালের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Check Also

মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি জমে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিমাত্রায় বৃষ্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x