অদ্য ২৫ জুলাই ২০২২ বেলা ১০.১৫ মি. এ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ইসমত আরা খাতুনের সঞ্চালনায় সিন্ডিকেটের অষ্টম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থ বছরের প্রাক্কলিত বাজেট অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এই বাজেটে ইউজিসি নির্দেশক্রমে প্রথমবারের মতো গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়। তাছাড়া অদ্যকার সভায় জার্নাল প্রকাশসহ ১৩ টি প্রোগ্রামের OBE কারিকুলাম মঞ্জুরী কমিশনে প্রেরণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কনট্রিবিউটরি স্বাস্থ্য বীমা চালু, ট্রেনিং সেন্টার স্থাপনসহ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ২৬ টি কোর্স চালু, English Language Lab স্থাপন, এবং ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে ও ইংরেজি বিভাগের তত্ত্বাবধানে IELTS প্রোগ্রাম চালুর অনুমোদন দেয়া হয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিওটির চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু ও বিওটির সদস্য জনাব আফরোজা হক রিনা। সভায় সরকার মনোনীত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ শেখ আবদুস সালাম, ইউজিসি মনোনীত সদস্য প্রফেসর ডঃ মো. আনোয়ারুল হক স্বপন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ডঃ মোঃ জহুরুল ইসলাম, বিওটির সদস্য জনাব মুহ. শামসুর রহমান বাবু, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুসারে ডিন প্রফেসর ডঃ মোঃ শহিদুর রহমান এবং ইইই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আলী।