রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ২২ এপ্রিল, ২০২২ রোজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১ নম্বর কক্ষে ইফাতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শহীদুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুণাবলি তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পযর্ন্ত যারা বিভিন্নভাবে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্য দোয়া প্রার্থনা করেন। এসময় তিনি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক ও ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক ড. মো. মহিবুল ইসলাম এবং প্রমোশন অফিসার ইমাম মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন রোভার স্কাউট এর সম্পাদক এবং বাংলা বিভাগের প্রভাষক এম এ গাফফার মিঠু। এসময় বাংলা বিভাগের স্নাতক ও স্নাকোত্তর শ্রেণির বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।