লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে গাউসিয়া এবাদত খানার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি শুক্রবার আছরের নামাজের মধ্যামে মইশকরম বৈজ্জাখালী গেইট সংলগ্ন গাউসিয়া এবাদত খানা শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।উদ্বোধক ছিলেন হযরত রুস্তম শাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা কাজী শফিউল আজম আল কাদরী।আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আলী হায়দার শাহ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মওলানা মোহাম্মদ নচরুল্লাহ হোসাইন, মওলানা হাসান রেজা,হাফেজ মওলানা ওলি উল্লাহ, মওলানা জাহেদ,আলহাজ্ব মোহাম্মদ
আইয়ুব ,মুহাম্মদ সালাউদ্দিন তালুকদার, মোহাম্মদ আলী, প্রবাসী মোহাম্মদ আলম, শওকত,নজরুল শাহ,মফিজ শাহ,মোহাম্মদ হারুন, শেখ মফিজ,এমরান হোসেন মনির,সুজন শাহ,সেকান্দর হোসেন,আইয়ুব উল্লাহ চৌধুরী,পেয়ার মোহাম্মদ, রেজাউল করিম, ফজল করিম,আনোয়ার হোসেন,মুমিনুল হক, এরশাদ, মনছুর, তানভীর, আবেদ শাহ,সাকিব,সাব্বির শাহ প্রমূখ। এসময় বক্তারা বলেন, মসজিদ হলো মুসলিম সমাজের মূল কেন্দ্র। এ কারণে রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতি কালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই-নববী স্থাপন করেন। সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন।