চাইথোয়াইমং মারমা ,রাঙ্গামাটি প্রতিনিধি:
পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে এডিবির একটি টিম সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুন) বিকেলে চেয়ারম্যান নিজ অফিস কক্ষে এশিয়া উন্নয়ন ব্যাংকের টিমের সদস্য – এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি গণমাধ্যম কে জানান,এশিয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশ সরকারের অর্থায়নে-Climate Resilient livelihoods improvement whatershed in the Chittagong hill tracts – নামে একটি প্রকল্প বাস্তবায়িত করা হবে। এ প্রকল্পের কাজের পরিধি ও মতামত গ্রহনের জন্য তাদের এই সাক্ষাৎ। বিশেষ করে মানুষের জীবন- জীবিকা, পরিবেশ ও পানীয়জল সরবরাহে বিভিন্ন সংস্থা কাজ করে তা জানতে প্রতিনিধি দলের এ সফর।
জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী টিমকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে এডিবি প্রকল্পের মাধ্যমে জেলা পরিষদে আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট ভুমিকা রেখেছে।তিনি আরও বলেন, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, কৃষি সুবিধা বৃদ্ধিতে উন্নয়নে কার্যক্রম গ্রহন,দূর্গম এলাকার মানুষের সুপেয় পানির – সুবিধা সৃষ্টি, সেচের সুযোগ- সুবিধা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যক্রম গ্রহণ করার প্রস্তাব তুলে ধরেন। এতে টিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন, এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রিন্সিপাল ওয়াটার রিসোর্স স্পেশালিষ্ট সনৎ ডি রানাওনার,অন্যরা হলেন, এসোসিয়েট ফোর্ট ফোলিও ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল হক,সিনয়র সোসাল ডেভেলপমেন্ট অফিসার নাসিবা সেলিম ও সেফগার্ড অফিসার কাজী আকমিলা সহ এডিবির অন্যান্য কর্মকর্তা।
সাক্ষাৎকারের সময় পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও নির্বাহী কর্মকর্তা নূরুলদ্দীন মোহাম্মদ সিবলী নোমান প্রমুখ।