চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-রাঙ্গামাটিতে সাংবাদিকদের ২ দিন ব্যাপী প্রাশিক্ষণ কর্মশালা সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আশিকা কনভেনশন হলে ২ দিনব্যপী এ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি হয়।
এইদিন সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ২ টায় সমাপ্তি হয়।এর আগের দিন সকালে প্রশিক্ষণ উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের রাঙ্গামাটির উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো.আল মামুন মিয়া।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও উপ- নির্বাহী পরিচালক কক্সী তালুকদার,প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ।
ট্রেনিং শেষদিনে তথ্য অধিকার আইন -২০০৯ এর উপর সেশন বিস্তারিত আলোচনা করেন অইটঘঢ( এবানএক্স)প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
দ্য এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতা ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ( এনজিও) আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় গতকাল সোমবার। এতে ৫৬ জন সাংবাদিক অংশগ্রহন করেন।