রাহাত মামুন
চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে বন্যহাতির আক্রমনে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া ও খুরুশিয়া রেঞ্জের উদ্যোগে ১১টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১ লাখ ৭৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
উপজেলা সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আয়েশা আক্তার, বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির, কোদালা বনবিট কর্মকর্তা পিংকী কুমার ধর নবীন।
প্রসঙ্গত, বন্যহাতি দ্বারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ১৮টি পরিবারের মাঝে আরও মোট ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।