রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার মিয়াপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, বাঘা উপজেলার নতুন হাবাসপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আবুজ্জোহা বাবু (৩৮)।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল চেকপোষ্ট পরিচালনাকালে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত রাত ৮টার দিকে একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান চেকপোষ্টের সামনে আসলে ভ্যানটি থামানোর সংকেত দেন।
এসম ভ্যান থেকে নেমে দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা ১টি কাটুন নিয়ে পালানোর চেষ্টাকরলে ধাওয়া করে আবুজ্জোহা বাবুকে আটক করে এবং অপর একজন কৌশলে অন্ধকারে পালিয়ে যায়।
র্যাব আরো জানান,থাকা তল্লাশির সময় তার ডান হাতে থাকা র্যাপিং পেপার দ্বারা মোড়ানো ১টি কোকোলা বিস্কুটের কার্টুনের ভিতরে খবরের কাগজ ও কসটেপ দ্বারা প্যাঁচানো ১টি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতরে অস্ত্র ও গুলি পায় ।
আটক আবুল জোহা জানায়,সে ও তার পলাতক সহযোগী পরস্পর যোগসাজসে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজত ও নিয়ন্ত্রণে রেখেছিল।
আটককৃতর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।