আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার ৫ মে বিনামূল্যে ধান ও পেঁয়াজবীজ এবং সার বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা জাতীয় পার্টি আহবায়ক জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, কৃষক-কৃষাণি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে কৃষি অফিসার সরকারের কৃষক প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্য, কার্যকারিতা ও এর সাফল্য বিস্তারিত তুলে ধরেন। এইসাথে তিনি কৃষকদের জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেন। অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব সরকারের কৃষি উন্নয়নে সর্বাত্মক ও বিশেষ সহযোগিতার কথা বলেন। তারাও এ বীজ ও সার বিক্রি না করার জন্য এবং তা সঠিকভাবে ব্যবহার করার জন্য কৃষকের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে, উপস্থিত কৃষক-কৃষাণিদের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল জাতের ধানবীজ, ১ কেজি পেঁয়াজবীজ ও ১০ কেজি করে ড্যাব ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়। এইসাথে কাশিপুর কৃষক সমিতিকে একটি পাওয়ার টিলার( পিটিওএস) মেশিন দেওয়া হয়।