Friday , 3 May 2024
শিরোনাম

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সন্ধ্যায় আওয়ামী লীগ অফিসে এক আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। সভাপতি ছাড়াও সভায় বক্তব্য দেন- আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ নেত্রী রহিমা বেগম প্রমুখ।

উপস্থাপনা করেন আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক। বক্তারা তাদের বক্তব্যে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসার উপর বিস্তারিত তথ্য ও ইতিহাস তুলে ধরেন। এইসাথে তারা বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো সুসংগঠিত করে সমস্ত বাধা ও ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানান।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x