Tuesday , 21 May 2024
শিরোনাম

রামগড়ে বসবাসরত দুস্থ,গরীব, অসহায় পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

মোঃ সুমন

স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ির রামগড় উপজেলার দাতারামপাড়া ও যৌথখামার এলাকায় বসবাসরত দুস্থ,গরীব, অসহায় পাহাড়ি ও বাঙ্গালী ১৭৭ জনকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন রামগড় ৪৩ বিজিবি।
৪৩ বিজিবির উদ্যোগে ১১ই জুন বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাতারামপাড় ও যৌথখামার এলাকায় বিনামুল্যে চিকিৎসা সেবার ক‍্যাম্পিং কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+। বিনামুল্যে চিকিৎসা সেবা ক‍্যাম্পিং অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন দুজন অভিজ্ঞ ডাক্তার।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম,পিএসসি,জি+ জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি ৪৩ বিজিবি কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে, এছাড়াও গরীব ও দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য ৪৩ বিজিবি কর্তৃক উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Check Also

ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে চালক নিহত!! আটক-১

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী   নরসিংদীতে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীর ছুরিকাঘাতে এক অটোচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x