Wednesday , 8 May 2024
শিরোনাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জাসদের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষের প্রাণহাণী ও লক্ষ লক্ষ মানুষের শরনার্থী হওয়াসহ সৃষ্ট মানবিক সংকটে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল।

শনিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এ উদ্বেগ প্রকাশ করেন।

জাসদ নেতৃদ্বয় ইউক্রেনে অবস্থিত পারমানবিক চুল্লীগুলোর নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ যৌক্তিক সমাধানের পথে অগ্রসর হবার আহ্বান জানান।

বিবৃতিতে জাসদের দুই শীর্ষ নেতা বলেন, কোনো দুইটি দেশের মধ্যে সমস্যার সমাধানে যে কোনো একটি দেশের একতরফা পদক্ষেপ গ্রহণ বা সামরিক শক্তি প্রয়োগ সমস্যার সমাধানের সঠিক পথ নয়।

তারা বলেন, নিরাপত্তা বিষয়ে রাশিয়ার উদ্বেগকে ন্যাটোর গুরুত্ব না দেয়া ও অবজ্ঞা করার নীতি বিশ্বকে নতুন করে শীতল যুদ্ধের যুগ এবং সমর প্রতিযোগিতার দিকেই ধাবিত করছে। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে বাণিজ্য যুদ্ধ ও ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতার হাতিয়ার হিসাবে ব্যবহার করার নিন্দা জানিয়েছেন।

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x