ইউক্রেনের লুহানস্কে রাশিয়ান গোলায় এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন বলে ইউক্রেন দাবি করেছে। সোমবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরগেই হেইদেই লিখেছেন, এক ফরাসি সাংবদিক নিহত হওয়ার পর এই অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তিনি লিখেন, লোকজনকে সরানোর কাজে ব্যবহৃত একটি সাঁজোয়া যানে ওই সাংবাদিককে স্থানান্তর করা হচ্ছিল। কিন্তু তাতে রাশিয়ান গোলা আঘাত হানে। এতে ওই সাংবাদিক নিহত হন। গাড়িটি আরও ১০ জনকে তুলতে যাচ্ছিল, পথেই আক্রান্ত হয়।