Friday , 3 May 2024
শিরোনাম

রাশিয়ার অন্যতম নিরপেক্ষ পত্রিকার লাইসেন্স বাতিল করল আদালত

রাশিয়ার অন্যতম নিরপেক্ষ সংবাদপত্র নোভায়া গ্যাজেটা’র সনদ বাতিল করা হয়েছে। এর মধ্য দিয়ে কার্যত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে এ রায় দিয়েছে।

এ খবর জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার মিডিয়া ওয়াচডগ রোজকোমনাডজোর এ প্রকাশনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, ২০০৬ সালে মালিকানা পরিবর্তন সংক্রান্ত কোনো নথি দিতে ব্যর্থ হয়েছে নোভায়া গ্যাজেটা কর্তৃপক্ষ। এ পত্রিকার প্রধান সম্পাদক দমিত্রি মুরাটভ। তিনি রাশিয়া নিয়ে সমালোচনামুলক রিপোর্ট লেখার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।

দমিত্রি মুরাটভ আদালতের রায় সম্পর্কে বলেছেন, এ রায় রাজনৈতিক আঘাত। এর আইনগত সামান্যতমও ভিত্তি নেই। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করার কথা বলেছেন। ওদিকে একে রাশিয়ার নিরপেক্ষ মিডিয়ার প্রতি আরেকটি আঘাত বলে রায়কে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস।একই সঙ্গে মস্কোকে মুক্ত সংবাদ মাধ্যমকে সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়েছে

 

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x