Friday , 3 May 2024
শিরোনাম

রায়পুরে বালু উত্তোলন করায় ৪ ড্রেজার জব্দ

জয়নাল আবেদীন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি ড্রেজার যন্ত্র জব্দ করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে জব্দ করা হয়েছে উত্তোলনকৃত ২০ হাজার ঘনফুট বালু।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার এ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ।

অভিযানে সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, রায়পুর থানার পুলিশ সদস্যরা এবং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ।

ইউএনও অনজন দাশ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত জানান, ওই এলাকার খলিফা ব্রিজ সংলগ্ন স্থানের ডাকাতিয়া নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে চারটি ড্রেজার যন্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে উত্তোলনকৃত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ বালুগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x