রূপসী কাপ্তাইয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গল্প, আড্ডা, স্মৃতিচারণ এবং কেক কাটা
রাঙামাটির কাপ্তাই উপজেলা হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণিল আয়োজন।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩ টা হতে সন্ধ্যা ৫ টা ২০ মিনিট পর্যন্ত কাপ্তাই ওয়াগ্গাছড়া প্যানোরোমা জুম রেস্তোরাঁয় এই উপলক্ষে অনুষ্ঠিত হলো সাময়িকীটি নিয়ে সুধীজনের স্মৃতিচারণ, গল্প, আড্ডা, পুরস্কার বিতরণ এবং কেক কাটা। সেই সাথে এদিন রূপসী কাপ্তাইয়ের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সত্যিকার অর্থে এদিন সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের নানা শ্রেণী পেশার লোকজনের প্রানবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি। এসময় তিনি বলেন,
রূপসী কাপ্তাইয়ের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি পাঠকের সামনে তুলে ধরা হচ্ছে। এটি একটি বিশ্ব মানের পত্রিকা। আমি আশা করছি পত্রিকাটির কলেবর বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে সাংবাদিকের সংখ্যা বৃদ্ধি পাবে।
কাপ্তাই মানবাধিকার কমিশন এর সভাপতি এবং ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল
৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের ২৫টি
ব্যানার প্রদর্শন এবং লটারির মাধ্যমে পুরস্কার।






















