Saturday , 4 May 2024
শিরোনাম

রেলওয়েতে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ বাতিলের দাবিতে রাজশাহী রেল শ্রমিকের বিক্ষোভ

#রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ে জনবল সংকট নিরসনে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত বাতিরের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী শাখার আয়োজনে রাজশাহী রেলস্টেশন থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মিছিলটি রেলওয়ে ভবনে সমাবেশে শেষ হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশ রেলওয়েতে ১৩টি বিভাগে প্রায় সাতশো’ ক্যাটাগরিতে ৩য় ও ৪র্থ শ্রেণির পদে সংস্থান রয়েছে। এ সমস্ত পদে কর্মরতদের অভিজ্ঞতার বিষয়টি রেলওয়ে পরিচালনায় অত্যধিক গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। যুগ যুগ ধরে অভিজ্ঞ কর্মচারিদের নিয়মিত করে রেলওয়ের চাকা সচল রাখা হয়েছে।
অস্থায়ী ও অনিয়মিত কর্মচারি রেলওয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ন জননিরাপত্তার স্বার্থ জড়িত। এ সকল পদে কর্মরত অভিজ্ঞ কর্মচারীদের চাকরী হতে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত বাংলাদেশ রেলওয়ের জন্য আত্মঘাতি বলে রেলওয়ে শ্রমিক লীগ মনে করে।

বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি আলহাজ্ব মো. ওয়ালি খান, রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার মো. মোতাহার হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী শাখার সভাপতি মো. জহুরুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সম্পাদক মো. মেহেদী হাসান, রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী ওপেন লাইন শাখার সম্পাদক মোহাম্মদ আকতার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি প্রমুখ

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x