Thursday , 2 May 2024
শিরোনাম

রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে ১০ রাষ্ট্রদূত

আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে গেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তারা সেখানে পৌঁছান।

প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, কোরিয়া, ফিলিপাইন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও ইতালির রাষ্ট্রদূত, কানাডার হাইকমিশনার, ইউএসএর চার্জ ডি অ্যাফেয়ার্সসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

পরে ১৬ সদস্যের সমন্বিত প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের বিভিন্ন ক্লাস্টার ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিনিধি দল এখানকার রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিকালে তারা ঢাকায় ফিরে গেছেন।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x