গত ০২ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:৩৫ ঘটিকা হইতে ২১:১৫ ঘটিকা পর্যন্ত র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন বালুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৬০ (একশত ষাট) লিটার দেশীয় চোলাই মদসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আতিকুর রহমান (৫৪), ২। মোঃ আনোয়ার হোসেন (২০) ও ৩। মোঃ হৃদয় (২৪) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।