লালমনিরহাট প্রতিনিধিঃ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূলক এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কাজীর চওড়া বসুনটারী একালায় বসবাসকারী নারী – পুরুষদের অংশ গ্রহণে বাল্য বিয়ের কুফল ও করনীয় বিষয় নিয়ে ওই অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মসূচী প্রধান শ্বাশ্বতী বিপ্লব, প্রোগ্রাম ম্যানেজার (অপারেশনস) পলাশ কুমার ঘোষ, সিনিয়র ম্যানেজার মাসুদুর রহমান, জোনাল ম্যানেজার মোকছেদ আলী।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির লালমনিরহাট জেলা ব্যবস্থাপক রিপন কুমার সাহা এর সভাপতিত্বে এসময় কর্মসূচির অফিসার সেল্প মোকাররম হোসেন, ডেপুটি ম্যানেজার (স্যোসাল মবিলাইজার) বেগম সুফিয়া। আঞ্চলিক ব্যবস্থাপক (জিজেডি) রুনা লায়লা প্রমূখ উপস্থিত ছিলেন।