সাড়ে ৬ কেজি সোনাসহ হযরত শাহজালাল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম। তিনি কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট বলে জানা গেছে।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেছেন, তাজুলকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বারগুলোর ওজন প্রায় সাড়ে ছয় কেজি।
তিনি আরো বলেন, জব্দ করা সোনার বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।