জাহিদুজ্জামান, ঝিনাইদহ:
মানুষের জন্য কাজ করা কিছু মানুষের নেশা, নিজেকে নিয়ে ভাবার থেকে কিছু মানুষ দেশ তথা দশের কথা ভাবতেই বেশি ভালোবাসেন।
যাদের স্বার্থহীন ভাবনায় টিকিয়ে রাখে সমাজের ভারসাম্য ও অবহেলিত মানুষের প্রাণ।
মানুষটি একদিনে সাইদুল করিম মিন্টু হয়ে ওঠেনি! এই মানুষটি হয়ে উঠতে সময় লেগেছে বছরের পর বছর। রাজপথের শ্রম অনেক না খাওয়ার গল্প চাপা পড়ে আছে সময়ের নিভে যাওয়া স্রোতে।
সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের একজন আইকনের নাম!
যার নাম শুনলেই মানুষ বুঝে যায় পরিচ্ছন্ন একটা ব্যক্তিত্ব, অনিয়ম দুর্নিতিতে আপোষহীন,সোজা পথের মানুষ, মানবিকতার রুপকার, অবহেলিত মানুষের অভিভাবক, টাকার অভাবে পড়তে না পারা ছাত্রের শেষ ভরসা, একজন দিনমজুরের ভাই, একজন কৃষকের শেষ ভরসা, আধুনিক ঝিনাইদহের কারিগর।
মানবিক মেয়র হিসাবে কারও চোখে আবার কারও কাছে সাধারণ মানুষের ভাই হিসাবে ।
তার কাছে দিন রাত, অতিমারী মহামারি কিংবা ঝড় তুফান নেই
শুধু মানুষের বিপদের খবরটুকু পৌঁছাতে হবে আর কোনো বাঁধাই তাকে আটকাতে পারবেনা মুহূর্তেই ছুঁটে যাবেন ত্রাণকর্তা হয়ে।
যুব সমাজকে নিয়ে যার ভাবনা, যার ভাবনা ষাটোর্ধ মা বাবাদের নিয়ে, যার ভাবনায় সদ্য জন্মানো নবজাতক।
প্রতিটা পদক্ষেপে যার সুচারু চোখ।
দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দেওয়া
সাইদুল করিম মিন্টু
ঝিনাইদহ পৌরসভার সাবেক সফল মেয়র। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন সফলতার সাথে। এখন ঝিনাইদহ ২ আসনের মানুষের প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন তাকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেন। সাইদুল করিম মিন্টু যেন তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে যেতে পারেন এমনটাই প্রত্যাশা ঝিনাইদহ- ২ আসনের সর্বস্তরের জনগনের।