শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন বার্তায়, তিনি শ্রীলঙ্কাকে পরাজিত করার জন্য খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সোমবার ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে পরাজিত করে। তারা গত ১৩ মার্চ প্রথম ম্যাচটি ছয় উইকেটে জিতেছিল এবং গত ১৫ মার্চ দ্বিতীয় ম্যাচটি তিন উইকেটে হেরেছিল।
সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেন লিয়ানাগে। বাংলাদেশের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।
জবাবে খেলতে নেমে ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন তানজিদ তামিম।