মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সমাজ সেবা অধিদপ্তরের কার্যক্রম শীর্ষক সেমিনার ২৮জুন মঙ্গলবার সকালে বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজ সেবা কনভেনিং কমিটির আহ্বায়ক তিং তিং ম্যা এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান,সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মহুরি। বান্দরবান সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বষী দেওয়ান এর সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মো: হাসান আলী,স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা।
সেমিনারে উপস্থিতি অতিথিরা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সমাজ সেবা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয়। বিশেষ করে সমাজ সেবার মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সরকারি শিশু পরিবারে অনাথ শিশুদের থাকা খাওয়া পড়াশোনা কর্মমূখী শিকা প্রদান, অসুস্থ রোগী যথাক্রমে ক্যান্সার, কিডনী, জন্মগত হৃদরোগ,স্ট্রোকে প্যারালাইজড ও লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্তদের এককালীন অনুদানের ৫০ হাজার টাকার চেক প্রদান কার্যক্রম চলমান রয়েছে। পরে সভাপতি উপস্থিত সকল কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।